নাক অল্প বয়সেই ফোঁড়ানো ভালো, পরে চামড়া পরিপক্ক হলে সহজে সুখায় না ।
নাক ফোঁড়ানোর পর পেকে পুঁজ হওয়া একটি সাধারন ও স্বাভাবিক সমস্যা, না হলেই
বরং অস্বাভাবিক। নাক ফোড়ানোর পর পেকে গেলে কি করা উচিত ? কিভাবে তাড়াতাড়ি
ক্ষত শুকানো যায় ? আসুন জেনে নেই ।
→ নাক পেকে গেলে প্রথমে স্যাভলন দিয়ে নাকটি ভাল মত পরিস্কার করুন।
→ মনে রাখবেন নাক ফোঁড়ানোর ৩ দিনের মধ্যে নাকে ঘাম বা পানি লাগান যাবে না ।
→ মসুর ডালের
ভেতর যে ছোট ছোট কাঠি পাওয়া যায় তা ভালমত পরিস্কার করে নাকে দিয়ে রাখুন তা
না হলে নতুন মাংস হয়ে তৈরি করা ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে।
→ অনেক সময় নাক ফোড়ঁ শিরার উপর পড়লে এমন হয়. সে ক্ষেত্রে আপনাকে এই ছিদ্র টা বন্ধ করে আবার নতুন করে নাক ফোরাতে হবে.
→ শুকনো মরিচের ভেতর সরিষার তেল দিয়ে গরম করুন পরে ওই তেল টা লাগান , দুই দিনে শুকিয়ে যাবে যদি শিরায় নাক ফোড়ঁ না পরে.
→ অথবা সরিষার তেলে রসুন কোয়া ছেঁচে গরম করে সেই তেল নাকে লাগালে ক্ষত শুকানোর সম্ভাবনা বেশি.
→ যদি বেশী সমস্যা হয় তবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
নাক ফোঁড়ানো একটু কষ্টকর হলেও যখন একটি ডায়মন্ডের অরনামেন্ট পরবেন তখন সব কষ্ট ভুলে যাবেন।
0 Comments